মুক্তিবাহিনী কর্তৃক সিলেটের বিভিন্ন অঞ্চলে বহু সংখ্যক পাক সেনা খতম
সীমান্তের ওপার থেকে মুক্তিবাহিনীর অগ্রগতির যে সব খবর পাওয়া যাচ্ছে তাতে জানা যায় যে, গত সপ্তাহে মুক্তিফৌজ পাক সেনাদের অনেকগুলাে শিবির দখল করে নিয়েছেন। কেরেবালা, আমলসীদ, বিযাবাইল ও আটগ্রাম পাক সেনারা যে সব শিবির স্থাপন করেছিল, তার সব কটিই এখন মুক্তিবাহিনীর দখলে আছে। বিপর্যস্ত পাক সেনারা পিল্লাকান্দি পর্যন্ত হটে যেতে বাধ্য হয়েছে।
লাতু এবং লাঠিটিলার বিপরীত দিকে অবস্থিত সারপার ও গােয়ালীপারের দিকে আক্রমণ চালিয়ে মুক্তিবাহিনীর গেরিলারা সম্প্রতি বহু সংখ্যক পাক সেনা ও রাজাকারকে খতম করেছেন। আমলসীদে তুমুল লড়াই। ভাঙ্গার ওপারে আমলসীদে গত কয়েক দিন মুক্তিবাহিনী ও পাক সেনাদের মধ্যে তুমুল লড়াই চলে। মুক্তিবাহিনী ঐ লড়াইয়ে ৬ জন পাক সেনাকে খতম করেছেন। মুক্তিবাহিনীর একজন এতে নিহত হয়েছেন বলে জানা গেছে। সারপার ঘাঁটি দখলের চেষ্টা ব্যর্থ সম্প্রতি লাতুর সন্নিকটবর্তী মুক্তিবাহিনী অধিকৃত সারপার ঘাটটি দখল করার জন্য পাক সেনাদের একটি প্রচেষ্টা মুক্তিবাহিনী সম্পূর্ণ ব্যর্থ করে দেন। পাক সেনারা মার খেয়ে পশ্চাদপসরণে বাধ্য হয়।
সূত্র: যুগশক্তি, ২৭ আগস্ট ১৯৭১