বাংলাদেশে মুক্তিযোেদ্ধাদের অগ্রগতি
বাংলাদেশ থেকে নির্ভরযােগ্য সূত্রের বিবরণে প্রকাশ, মুক্তিযােদ্ধারা পাক হানাদার বাহিনীকে বিতাড়নের জন্য দ্রুতগতিতে প্রচুর শক্তি অর্জনে সক্ষম হয়েছেন। ঐ সূত্রে আরাে জানা গেছে যে, ঢাকা, চট্টগ্রাম, শ্রীহট্ট, কুমিল্লা, নােয়াখালী, খুলনা, কুষ্টিয়া, প্রভৃতি স্থানে মুক্তিযােদ্ধারা পাকবাহিনীকে পর্যুদস্ত করে চলেছেন। তারা রেল মটর ও জলপথের যােগাযােগসমূহ বিচ্ছিন্ন করে দিচ্ছেন। যেখানেই সরকারী অফিস আদালতের কাজ চালু করার চেষ্টা চলেছে মুক্তিযােদ্ধারা বিস্ফোরকের সাহায্যে ঐগুলি তছনছ করে ফেলেছেন। ফলে কাজকর্ম অচল হয়ে পড়েছে। সম্প্রতি মুক্তিযােদ্ধারা শ্রিীশ্রীহট্টের ডেপুটি কমিশনারের অফিস ও ডাকবাংলা বিস্ফোরকের সাহায্যে বিধ্বস্ত করে ফেলেছেন। দুই সহস্রাধীক সশস্ত্র সৈন্য দিবারাত্র ঢাকা বেতারকেন্দ্র পাহারা দিচ্ছে। বেতার কেন্দ্রের চারিদিকে কামান সজ্জিত করে রাখা হয়েছে। বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে মুক্তিযােদ্ধাদের করায়ত্ব এবং ঐসব এলাকা মুক্তাঞ্চল বলে ঘােষণা করা হয়েছে।
সূত্র: আজাদ, ২১ জুলাই ১৯৭১