You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশে অফিসারসহ ৪৫ হাজার পাকসেনা নিহত

স্বাধীন বাংলাদেশ তথ্য বিভাগ হইতে পরিবেশিত সংবাদে জানা গিয়াছে যে মুক্তিফৌজের গেরিলা আক্রমণে পাকবাহিনীর মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়াছে।
গত কয়েক মাসে প্রায় ৪৫ হাজার পাকসেনা মুক্তিফৌজের হাতে নিহত হয়। নিহতদের মধ্যে বহু উচ্চপদস্থ সামরিক অফিসারও রহিয়াছে।
পাকসেনা বাহিনীর বিশেষ করে পাঞ্জাবী সেনারা তাহাদের প্রধান শিবির ছেড়ে কোথাও যেতে চাচ্ছে । তাদের অনেকেই রােগের ভান করে হাসপাতালে ভরতি হচ্ছে। এ ব্যাপারে ইয়াহিয়া অত্যন্ত চিন্তিত। তাই পাকবাহিনীকে সাহায্য করার জন্য স্থানীয় দালালদের যােগসাজসে রাজাকর [রাজাকার বাহিনী গঠন। করতে হয়েছে।

সূত্র: দৃষ্টিপাত, ৪ আগস্ট ১৯৭১