You dont have javascript enabled! Please enable it!

মুক্তিফৌজ কর্তৃক আটক চালের বস্তার গায়ে চৈনিক লিপি

গত ৮ই জুন ত্রিপুরা বাংলাদেশ সীমান্তের কুকিতল ধর্মনগর রাস্তার কাছে বাংলাদেশের রাজকী চা বাগানে একটি পাকিস্তানী কনভয়ের ওপর মুক্তিফৌজের গেরিলারা এক অতর্কিত ও প্রচণ্ড আক্রমণ চালায়। কনভয়টি পাকবাহিনীর জন্য বস্তা বােঝাই চাল নিয়ে যাচ্ছিল। গেরিলারা ১০ জন পাক সেনাকে খতম করে চালের বস্তাগুলাে আটক করে। পরে দেখা যায় যে, বস্তাগুলাের গায়ে স্পষ্টভাবে চৈনিক অক্ষরে লিপিবদ্ধ আছে।

সূত্র: যুগশক্তি, ২৫ জুন ১৯৭১