You dont have javascript enabled! Please enable it!

শ্রীহট্ট রণাঙ্গনে মুক্তিফৌজ
পাক তাবেদারদের অত্যাচার- থানা ও চা-বাগান বিদ্ধস্ত- বহু সিপাই নিহত

বাংলাদেশের পাক হানাদার ও তাদের তাবেদারদের অত্যাচার আজ চরমে উঠেছে। বাংলাদেশে এখন তরুণরা সর্বদাই সন্ত্রস্ত, কখন যে সৈন্যদের হাতে তাদের প্রাণ হারাতে হয়।
গত সপ্তাহে করিমগঞ্জের অপর পারে জকিগঞ্জে পাক হানাদার ও আনসার বাহিনী ৭ জন নিরপরাধ লােককে হত্যা করে।
অপরদিকে মুক্তিবাহিনী গত ২৬ শে তারিখ পাকবাহিনীকে সাহায্যের অপরাধে সােনাতলা, দিলখুশ, খুরসা ও ধামাই চা বাগান আক্রমণ করে চা-ঘর ও ম্যানেজারের বাংলােগুলি উড়িয়ে দেয়। এই সকল বাগানে প্রহরারত ১২ জন সৈন্যকেও মুক্তিবাহিনী খতম করে দিয়েছে। জুরি বড়লেখা রাস্তায় দুটি পাকা পুলও তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। বিয়ানীবাজার রাস্তাটীকেও মুক্তিসেনারা সম্পূর্ণ অকেজো করে দিয়েছে। রাস্তাগুলি গাড়ী চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ফলে এবং বৃষ্টি ও জল বাড়ার জন্য পাকসৈন্যরা ভীষণ বিপদের সম্মুখীন হয়েছে।
২৭ তারিখ মুক্তিবাহিনী বিয়ানীবাজার থানা আক্রমণ করে বসে। পাক পুলিশবাহিনী ৫০ রাউন্ডেরও অধিক গুলি চালায়। মুক্তিবাহিনী ২ জন সিপাইকে হত্যা করে এবং ৩ জনকে আহত করে ও থানা ভবনটা বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়।।
মুক্তিবাহিনীর ইতঃস্তত আক্রমণের ফলে পাকসেনাদের মধ্যে ত্রাসের সঞ্চার হয়েছে বলে সংবাদ পাওয়া যাচ্ছে।

সূত্র: দৃষ্টিপাত, ৩০ জুন ১৯৭১