You dont have javascript enabled! Please enable it! 1971.06.30 | নােয়াখালী জেলায় প্রচণ্ড লড়াই | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

নােয়াখালী জেলায় প্রচণ্ড লড়াই

গত পক্ষকাল ধরে নােয়াখালী জেলায় যে প্রচণ্ড লড়াই চলছে তাতে প্রায় ৫০০ পাকিস্তানী সৈন্য নিহত ও ২০০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
মুক্তিফৌজের মেজর খালিদ মােসারফ পি.টি. আইকে বলেছেন এই লড়াইয়ে ৫২ জন মুক্তিসেনা আহত হয়েছেন তার মধ্যে ৭ জনের মৃত্যু ঘটে। মুক্তিসেনারা বাসকপুর সেতুটি উড়িয়ে দেওয়ার ফলে পাক সেনারা এগুতে পারে নি। তিনদিন পর ফেনী থেকে বাস্তুয়ার দিকে এগুতে থাকলে মুক্তিফৌজ তাদের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে ৬০ জনকে নিহত করে। পুনরায় ৮ই জুন পাকিস্তানী সেনারা তিন দিক থেকে বাস্তুয়রায় অবস্থিত মুক্তিফৌজ ঘাঁটির উপর প্রচণ্ড আক্রমণ চালায়। তারা কালিঘাট এবং গােপিয়ানালা পার হয়ে মুক্তিফৌজ ঘাঁটির একেবারে নিকটে চলে আসে। কিন্তু মুক্তিফৌজের প্রচণ্ড আক্রমণে ২৪ ঘণ্টা ধরে লড়াইয়ে প্রায় ২০০জন পাকিস্তানী সৈন্যকে প্রাণ দিতে হয়েছে। বিরাট ক্ষতির পর পাকবাহিনী হেলিকপ্টার যােগে আক্রমণ চালায় তখন কিছু সংখ্যক মুক্তিসেনা আহত হয়।

সূত্র: দৃষ্টিপাত, ৩০ জুন ১৯৭১