লাতু ও আটগ্রামে মুক্তিফৌজের আক্রমণে বহু পাক সেনা নিহত
শ্রীহট্ট জেলার বিভিন্ন রণাঙ্গনে মুক্তিবাহিনীর আক্রমণে পাক সেনারা ক্রমাগত বেসামাল হয়ে পড়ছে। গত ৪ঠা জুলাই ভােরবেলা আটগ্রামে দুই ঘণ্টাব্যাপী লড়াই এ মুক্তিফৌজ অন্যূন ২২ জন খান সেনাকে নিহত করেছেন। ঐ দিনই সুলতানপুরে বাংলাদেশের অন্য এক গেরিলা স্কোয়াড একটি গুরুত্বপূর্ণ ব্রীজ উড়িয়ে দিয়ে দেন। ৫ই জুলাই মুক্তিবাহিনী পাকবাহিনী পাক সেনাদের অপর একটি কেম্পে হানা দিয়ে দু’জন পাক সেনাকে ধরিয়ে নিয়ে আসেন। ৭ জুলাই বড়গ্রামে সারাদিনব্যাপী তুমুল সংঘর্ষ হয়। পাকবাহিনীকে এই লড়াই এ ও প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ঐদিন মুক্তিবাহিনী একজন পাক গুপ্তচরকেও ধরে নিয়ে আসেন। | ৮ই জুলাই ভােরবেলা লাতু (শ্রীহট্ট) তে মুক্তিফৌজ একটি পাকিস্তানী ঘাঁটির উপর আক্রমণ চালিয়ে পাঁচ জন পাক সৈন্যকে খতম করেন। ঐ সংঘর্ষ চলাকালে পাকিস্তানী সৈন্য কর্তৃক নিক্ষিপ্ত একটি গােলা ভারতীয় এলাকায় এসে পড়ে এবং একজন ভারতীয় মহিলা সামান্য আহত হন। মুক্তিফৌজের কেউ হতাহত হন নি।
পাকবাহিনী এখন রাত্রিবেলা বান্ধার থেকে বেরােয় না। ফলে আক্রমণাত্মক তৎপরতা অব্যাহত রাখার জন্য মুক্তিফৌজের ইদানীং দিনের বেলাতেও সক্রিয় হতে হচ্ছে।
সূত্র: যুগশক্তি, ৯ জুলাই ১৯৭১