বাংলাদেশের মুক্তিবাহিনীর কাজ
বাংলাদেশের মুক্ত অঞ্চল সমূহে এবং নিরাপদ স্থানগুলিতে মুক্তিফৌজের পুলিশ, ই, পি, আর, আনসার বাহিনীরা গেরিলাযুদ্ধের ট্রেনিং পুরাদমে চালাইতেছে। তাহাদের অস্ত্রশস্ত্র জোগাড় হইতেছে। বর্ষা আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গেই জলে স্থলে তাহারা পাঠান সৈন্যদের উপর ঝাপাইয়া পড়িবে।
কয়েক লক্ষ মুক্তিফৌজ চূড়ান্ত জয়ের জন্য এবং স্বাধীন বাংলাকে পশ্চিম সৈন্যমুক্ত করার জন্য ব্যাপক প্রস্তুতি চালাইতেছে।
পাঞ্জাবী সৈন্যেরা বুঝিতেছে যে, তাহাদের দিন ঘনাইয়া আসিয়াছে, তাই তাহারা উন্মত্তবৎ হইয়া তছনছ করাই শ্রেয় মনে করিতেছে।
সূত্র: আজাদ, ২ জুন ১৯৭১