নারী শিকারী এক ইউনিট পাক সেনানী খতম
গত ৭ জুন তারিখে বাংলাদেশের রংপুর জেলার সৈয়দপুর গ্রামে হানাদারী পাক পাঞ্জাবী ১২ জনের এক ইউনিট সৈন্য যখন জ্যোৎস্না রাতে নারী শিকারে উন্মত্ত ছিল তখন মুক্তিফৌজের অকস্মাত[] গুলির আক্রমণে সম্পূর্ণ ইউনিট খতম হইয়াছে। সংবাদে প্রকাশ জ্যোৎসালােক রাতে একদল মুক্তিবাহিনী যখন সৈয়দপুর গ্রামের পাশ দিয়ে যাইতেছিল তখন তাহাদের নজরে পড়ে এক ইউনিট পাঞ্জাবী সৈন্য গ্রামের ২০টি যুবতী নারীকে বেয়নেট দেখাইয়া তাদের ক্যাম্পে লইয়া যাইতেছে। সমস্ত নারী বাহিনী সৈন্যগণের সম্মুখে ছিল আর পিছনে পিছনে পাহারা দিয়া পাঞ্জাবী সৈন্য তাহাদের নিয়া যাইতেছে। দেশপ্রেমিক মুক্তিবাহিনীর আগ্নেয়াস্ত্র তখনই গর্জিয়া ওঠে এবং একসঙ্গে কয়েকটি গুলির আঘাতে সম্পূর্ণ ইউনিট ধরাশায়ী হইয়া পড়ে। হতভাগ্যা ২০ জন বাঙালী রমণী সৈন্যদল হইতে কয়েক ফিট দূরে থাকায় তাহারা রক্ষা পায় এবং নরপশু পাক সৈন্যের সমস্ত ইউনিট গুলিবিদ্ধ হইয়া মারা যায়।
সূত্র: দৃষ্টিপাত, ৯ জুন ১৯৭১