শ্রীহট্ট খণ্ডে বহু পাকসৈন্য হতাহত
বর্তমান সপ্তাহে সুতারকান্দি লাতু অঞ্চলে মুক্তিযােদ্ধারা অতর্কিত আক্রমণ করে ত্রিশ জনেরও অধিক পাক সৈন্যকে নিহত করে বলে বিশ্বস্ত সূত্রে সংবাদ পাওয়া গেছে। | গত ১৫ই জুন বড়লেখার দিক থেকে আক্রমণ চালালে মুক্তিফৌজ ১২ জন পাকসেনাকে নিহত করতে সক্ষম হয়। অদ্য ছােট্ট আর একটী সংঘর্ষে আরাে ৪ জন পাকসেনা প্রাণ হারায়।
জৈন্তাতে মুক্তিফৌজ প্রচণ্ড আক্রমণ চালালে জঙ্গী সরকার ১৫ই জুন সেই অঞ্চলে ৭২ ঘণ্টার জন্য সান্ধ্য আইন জারী করে।
দিশেহারা পাকসৈন্যরা বাড়ী বাড়ী গিয়ে তল্লাসী সুরু করেছে এবং ঈপ্সিত ব্যক্তিদের না পেলে বাড়ীর মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে।
সিলেট শহরে সুরমা নদীতে কয়েকটী স্পীড বােট এনে পাকসেনারা মহড়া দিতে ব্যস্ত হয়ে পড়েছে বলে প্রকাশ।
বিশ্বস্ত সূত্রের এক সংবাদে আরাে প্রকাশ ‘যুগভেরী’ সম্পাদক আমীনূর রসিদকে বহু দিন বন্দী করে রেখে খুব মারধাের করে আধমরা করে ছেড়ে দিয়েছে।
সূত্র: দৃষ্টিপাত, ১৬ জুন ১৯৭১