You dont have javascript enabled! Please enable it! 1971.05.14 | মুক্তিফৌজের ট্রেনিং ক্যাম্প | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

মুক্তিফৌজের ট্রেনিং ক্যাম্প

শ্রীহট্ট জেলার যুবকদের জন্য বাংলাদেশ সরকার যে গেরিলা ও আক্রমণাত্মক যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্র খুলিয়াছেন, তাহাতে বিপুল সংখ্যক শিক্ষার্থী যােগদান করিতেছেন; দূর দূরান্ত হইতে প্রত্যহই দলে দলে যুবকরা শিক্ষা শিবিরে আসিতেছেন, ইহাদের মধ্যেও নিরাপদ স্থানে আশ্রয়গ্রহণকারী শরণার্থী যুবকরাও রহিয়াছেন। শ্রীহট্ট সেক্টরের মুক্তিফৌজের জনৈক মুখপাত্র জানাইয়াছেন যে, বর্ষা নামিবার সঙ্গে সঙ্গেই মুক্তিফৌজ পাল্টা আক্রমণ চালাইবে, ততদিনে প্রথম দলের শিক্ষার্থীদের পুরােপুরি সময় শিক্ষা গ্রহণও সমাপ্ত হইবে। মধ্যবর্তী সময়ে মুক্তিফৌজ গেরিলা যুদ্ধ চালাইবেন এবং বিশ্বাসঘাতক ও লীগপন্থী গুন্ডাদের মােকাবিলা করিবেন।

সূত্র: যুগশক্তি, ১৪ মে ১৯৭১
৩০ শে বৈশাখ, ১৩৭৮