You dont have javascript enabled! Please enable it!

শেওলায় মুক্তিবাহিনীর সহিত পাকিস্তানী সৈন্যদের সংঘর্ষ

বিগত ১৮ই মে সুতারকান্দির অনতিদূরে পাক ভারত সীমান্তবর্তী সহর শেওলায় পাকিস্তানী সৈন্যদের সঙ্গে মুক্তিফৌজের এক সংঘর্ষ হয়। বেশ কিছু সময় ধরিয়া গুলি বিনিময়ের পর মুক্তিফৌজের একজন এবং পাকিস্তানী সৈন্যবাহিনীর কয়েকজন আহত হয়। প্রকাশ যে, উক্ত সংঘর্ষের সময় মুক্তিফৌজ দুই ইঞ্চি মিটার। এবং পাকিস্তানী সৈন্যরা তিন ইঞ্চি মিটার ব্যবহার করে।

সূত্র: যুগশক্তি, ২১ মে ১৯৭১