You dont have javascript enabled! Please enable it! 1971.05.28 | লাতু ও শেওলায় মুক্তিফৌজের হাতে পাক সেনা নাজেহাল | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

লাতু ও শেওলায় মুক্তিফৌজের হাতে পাক সেনা নাজেহাল

শ্রীহট্ট জেলার বিভিন্ন অঞ্চলে মুক্তিফৌজের গেরিলা আক্রমণের সম্মুখে পাকিস্তানী সৈন্যবাহিনী প্যুদস্ত হওয়ার সংবাদ পাওয়া যাইতেছে। বিগত ২৩ শে লাতু সীমান্তের সাহাবাদপুর এলাকায় প্রহরারত ১২ জন পাকিস্তানী সৈন্যের মুক্তিফৌজের গেরিলা বাহিনীর অতর্কিত আক্রমণে নিহত হয়। পাক সৈন্যরা পুনরায় আক্রমণের সুযােগ পাওয়ার আগেই গেরিলা বাহিনী নিরাপদ মুক্তাঞ্চলে চলিয়া আসেন।
২৪ শে মে শেওলা সেক্টরে মুক্তিফৌজের ৫০ জন সৈন্য পাঁচ শতাধিক পাকিস্তানী সৈন্যের আক্রমণ ৩৬ ঘণ্টা কাল সাহসিকতার সহিত মােকাবিলা করেন। এই সংঘর্ষে অন্ততঃ পক্ষে ৭৫ জন পাকিস্তানী সৈন্য নিহত হইয়াছে। ১ জন পাকিস্তানী হাবিলদারকে মুক্তিফৌজে বন্দী করেন। মুক্তিফৌজের কেহই হতাহত হন। নাই। উল্লেখযােগ্য যে শেওলার এই যুদ্ধে পাকিস্তানীরা মুক্তিফৌজ বন্দী করেন। সৈন্যরা ৩ ইঞ্চি মিটার ও চীনা অস্ত্র এবং মুক্তিফৌজ ব্রেনগান, ষ্টেনগান, এল.এম.জি ইত্যাদি হালকা অস্ত্র ব্যবহার করেন।
লাতু শেওলা অঞ্চলে মুক্তিফৌজ বেঙ্গল রেজিমেন্টের মেজর দত্তের পরিচালনাধীন। বর্তমানে মুক্তিফৌজ এই অঞ্চলে ক্যাপ্টেন রবের নির্দেশানুযায়ী প্রতিরােধ সংগ্রাম চালাইয়া যাইতেছেন।

সূত্র: যুগশক্তি, ২৮ মে ১৯৭১