You dont have javascript enabled! Please enable it!

মুক্তিফৌজের ট্রেনিং

কাছাড় সীমান্তের অদূরবর্তী বাংলাদেশের দুইটি মুক্ত অঞ্চলে মুক্তিফৌজের সহস্রাধিক লােক এখন সামরিক শিক্ষা গ্রহণ করিতেছেন। গেরিলা যুদ্ধ ও সম্মুখ যুদ্ধ উভয় প্রকার লড়াই চলিতেছে। শিক্ষার্থী সৈনিকরা হাল্কা ও ভারী অস্ত্র শস্ত্র ব্যবহারে দ্রুত শিক্ষিত হইয়া উঠিতেছেন। বেঙ্গল রেজিমেন্টের অফিসাররা এই ক্যাম্প দুইটি পরিচালনা করিতেছেন। বাংলাদেশের অন্যান্য মুক্তাঞ্চলেও অনুরূপ ক্যাম্প খােলা হইয়াছে। পাক অধিকৃত অঞ্চল হইতে যুবকরা দলে দলে আসিয়া এই সকল ক্যাম্পে সামরিক শিক্ষা গ্রহণ করিতেছেন। মুক্তিফৌজ নিজস্ব পত্রপত্রিকা ও প্রচারের মাধ্যমে অধিকৃত অঞ্চলের অধিবাসীদের বিভিন্ন নির্দেশ দিতেছেন।

সূত্র: যুগশক্তি, ২৮ মে ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!