করিমগঞ্জ সীমান্তে পাক সেনাদের হামলা
ভারতীয় সৈন্য কর্তৃক সমুচিত জবাব করিমগঞ্জ সীমান্ত সুতারকান্দি অঞ্চলে ২৩শে মে পাক সৈন্যরা গােলা বর্ষণ শুরু করে। ২৪শে মে সকাল বেলা তাহা তীব্র আকার নেয়। ভারতীয় নিরাপত্তা বাহিনীর লােকেরা পাল্টা জবাব দিয়াছেন। পাক সেনারা সুতারকান্দি সীমান্তে ফাঁড়িটি ঘিরিয়া ফেলার চেষ্টা করিয়াছিল বলিয়া জানা যায়। অন্য সংবাদে প্রকাশ লক্ষীবাজার গ্রামেও পাক সৈন্যরা গােলা বর্ষণ করে।
মূখ্যমন্ত্রী শ্রীমহেন্দ্রমােহন চৌধুরী গত ২৪শে মে রাজ্য বিধানসভায় বলেন, সুতারকান্দি সীমান্ত ফাঁড়ি লক্ষ্য করিয়া পাক সৈন্যরা গতকাল সন্ধ্যা হইতে গােলাগালি বর্ষণ করিয়া চলিয়াছে, আজ সকালে তাহা তীব্র আকার ধারণ করে।
মূখ্যমন্ত্রী জানান, কাছাড়ের ডেপুটি কমিশনারের নিকট হইতে সর্বশেষ পাওয়া সংবাদে জানা যায় পাক সৈন্যরা পাথারকান্দি এলাকা ঘিরিয়া ফেলিয়াছে। তিনি বলেন, আন্তর্জাতিক সীমারেখা বরাবর পাক সৈন্য সমাবেশ অত্যন্ত উদ্বেগজনক।।
মূখ্যমন্ত্রী জানান, সেনাবাহিনীদেরে সতর্ক করিয়া দেওয়া হইয়াছে। প্রয়ােজনীয় ব্যবস্থাদি নেওয়া হইয়াছে। শ্ৰীচৌধুরী আরও বলেন, সীমান্তর সর্বশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে জানান হইয়াছে। সভায় সদস্যবৃন্দকে উত্তেজিত না হওয়ার জন্য মূখ্যমন্ত্রী আবেদন জানান। তিনি বলেন, সরকার পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ সজাগ আছেন।
সভায় উভয় পক্ষের সদস্যবৃন্দ দাবী করেন, প্রয়ােজন হইলে পাক সেনাদের গােলা বর্ষণের মােকাবিলায় ভারতীয় সৈন্যদেরও বল প্রয়ােগ করা উচিত।
সূত্র: আজাদ, ২ জুন ১৯৭১