রাষ্ট্রভাষা সম্পর্কে বাংলাদেশ সরকারের সীদ্ধান্ত
বাংলাদেশ মন্ত্রীসভা স্থীর করেছেন যে, বাংলা ভাষা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রভাষা এবং সরকারী কাজকর্মেও বাংলাভাষা ব্যবহৃত হবে। সমস্ত সরকারী নির্দেশ, বুলেটিন, গেজেট বিজ্ঞপ্তি, লাইন বাের্ড, রাস্তার নাম, গাড়ীর নম্বর সব কিছুই বাংলা ভাষায় লেখা হবে।
সূত্র: যুগশক্তি, ৭ জানুয়ারি ১৯৭২