You dont have javascript enabled! Please enable it!

মৃত্যুঞ্জয়ী মুক্তিযুদ্ধ

রাজনৈতিক দলাদলি, গুপ্ত হত্যার বিষবাষ্পে আচ্ছন্ন পশ্চিম বাংলায় বাঙালীর জাতীয় সত্তা যখন নিত্য বিড়ম্বিত এবং কলংকিত হইতেছে, ওপার বাংলায় মৃত্যুঞ্জয়ী মুক্তিযােদ্ধারা তখন রক্তের বিনিময়ে দেশ ও জাতিকে গরীয়ান করার সংগ্রামে লিপ্ত আছেন। সর্বাধুনিক মারণাস্ত্রে সুসজ্জিত পশ্চিম পাকিস্তানী সামরিক বাহিনীর হিংস্র আক্রমণের বিরুদ্ধে সাড়ে সাত কোটি নিরস্ত্র বাঙালী শুধুমাত্র নৈতিক বল সম্বল করিয়া যে ভাবে রুখিয়া দাঁড়াইয়াছেন, তাহা বিশ্বের মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। তিন লক্ষাধিক মুক্তিযােদ্ধা এই সংগ্রামে ইতিমধ্যেই দেশমাতৃকার বেদীমূলে আত্মবিসর্জন করিয়াছেন, কিন্তু মুক্তিবাহিনীর অগ্রগমন তাহাতে ব্যাহত হয় নাই, পূর্ববঙ্গের সমস্ত অঞ্চলে তাহারা নৃশংস পশ্চিম পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে দুর্জয় প্রতিরােধ গড়িয়া তুলিয়াছেন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, অসত্যের বিরুদ্ধে সত্যের এই ধর্মযুদ্ধে জয় স্বাধীন বাংলার মুক্তিবাহিনীর হইবেই— এই প্রত্যয় আমাদের আছে। পূর্ববাংলার সংগ্রামী মানুষ এবং মৃত্যুঞ্জয়ী শহীদদের উদ্দেশ্যে আমরা অন্তরের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করিতেছি।

সূত্র: যুগশক্তি, ২ এপ্রিল ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!