মুক্তিফৌজ কর্তৃক শ্রীহট্ট শহর দখল
বিভিন্ন অঞ্চলে মুক্তিফৌজের অগ্রগমন
অব্যাহত সপ্তাহকালব্যাপী প্রচণ্ড যুদ্ধের পর স্বাধীন বাংলার মুক্তিবাহিনী শ্রীহট্ট শহরের উপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করিয়াছেন। পশ্চাৎগামী পশ্চিম পাকিস্তানী বাহিনী বর্তমানে শহরের উত্তর পশ্চিমে শালুটিকর বিমান ঘাঁটিতে আশ্রয় গ্রহণ করিয়াছে। মুক্তিফৌজ বিমান ঘাঁটি অবরােধ করিয়াছেন এবং রসদ সরবরাহের অভাবে সামরিক বাহিনী অচিরেই আত্মসর্মণ করিবে বলিয়া মনে হইতেছে।
এ ছাড়া বাংলাদেশের অন্যান্য রণাঙ্গনেও মুক্তিফৌজের অগ্রগমন অব্যাহত আছে। কয়েকটি সহর ব্যতীত সৈন্যবাহিনীর অস্তিত্ব বাংলাদেশে নাই বলিলেও চলে। সর্বশেষ সংবাদে প্রকাশ, খুলনা শহরটি মুক্তিফৌজের দখলে আসিয়াছে এবং কুমিল্লা ও রাজসাহীতে প্রচণ্ড লড়াই চলিতেছে।
সূত্র: যুগশক্তি, ৯ এপ্রিল ১৯৭১