You dont have javascript enabled! Please enable it!

শেষ সময়েও পাক অত্যাচার

বিগত ৬ই ডিসেম্বর জুরী, কুলাউরা অঞ্চল হইতে পা সেনারা পশ্চাদপসরণের সময় রাজনগর থানার এলাকাধীন খলাগ্রামের শ্রীসুন্দরী মােহন ধর উকীলের বাড়ীতে তাহার ৫ জন ভ্রাতুস্পুত্র, ৩জন ভাই ও বাড়ীর অপর ৭জনকে গুলি করিয়া নিহত করে। শিশু, স্ত্রীলােক ও অন্য একজন পুরুষ কোনক্রমে পলাইয়া অন্য এক বাড়ীতে আশ্রয় নিয়া প্রাণে রক্ষা পান। বিরাট বাড়ীটীকেও তাহারা মর্টার মারিয়া ধূলিসাৎ করিয়া দিয়া যায়। এইখানে উল্লেখযােগ্য যে প্রায় ৮ মাস পূর্বে এই অত্যাচারের সুরুতে তাহারা ভ্রাতা সুরীতি ধর ও একজন ভৃত্যকে পাকসেনারা সিলেট নিম্বার্ক আশ্রম হইতে ধরিয়া নিয়া যায়। তখন হইতেই তাহাদের আর কোন খোঁজ খবর পাওয়া যায় নাই। ঐ গ্রামের আরাে একজন হিন্দু শিক্ষককেও তাহারা হত্যা করে।

সূত্র: দৃষ্টিপাত, ২২ ডিসেম্বর ১৯৭১