সিলেটে ধ্বংসলীলা
পাকসেনারা সিলেটের মত সমৃদ্ধিশালী শহরটিকে একটি ধ্বংস স্তুপে পরিণত করে দিয়ে যায়। প্রাক স্বাধীনতা যুগের প্রসিদ্ধ কীন ব্রীজটিকে শহরের দিকে প্রায় ৩০০ গজ পরিমিত স্থান সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে। ফলে বর্তমানে গাড়ী পারাপার সম্ভব হচ্ছে না। লালদিঘীর পারের কতিপয় দোকানগৃহ, বন্দর বাজারের সাধনা ঔষধালয় সহ কতিপয় দোকান সম্পূর্ণ বিধ্বংস হয়ে গেছে। তাছাড়াও শহরের কতিপয় স্থানে বােমা ও গুলির আঘাতে কয়েকটী বাসা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং বিরাট বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন অঞ্চল থেকে গলিত শবদেহ সড়ানাের কাজ এখনও সম্পূর্ণ হয়নি।
সূত্র: দৃষ্টিপাত, ২২ ডিসেম্বর ১৯৭১