You dont have javascript enabled! Please enable it!

আট মাস একুশ দিন সংগ্রামের পরে-
সােনার বাংলা স্বাধীন হইল, পাকিস্তানের শােচনীয় পরাজয় ঘটিল

বাংলাদেশে দখলকার খানসেনারা গত ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টা ৩১ মিনিটে ঢাকা সহরে ভারতীয় ফৌজের নিকট আত্মসমর্পণ করিয়াছে।।
সারা ভারতে, বাংলাদেশে ও পৃথিবীর গণতন্ত্রী মানুষের মধ্যে আনন্দের জোয়ার বহিয়াছে।
একটা নূতন গণতন্ত্রী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র জন্মলাভ করিল।

বাংলাদেশ সরকার সম্প্রসারিত
গত ২৭শে ডিসেম্বর বাংলাদেশ গভর্ণমেন্টে ৫ জন নৃতন মন্ত্রী নিয়ােগ করা হইয়াছে। তাহারা হইলেন:
(১) শেখ আব্দুল আজিজ (খুলনা) (২) শ্রীফণিভূষণ মজুমদার (ফরিদপুর) (৩) জনাব আব্দুল সালাম (সিলেট) (৪) জহুর আহমদ চৌধুরী (চট্টগ্রাম) (৫) অধ্যাপক ইউসুফ আলী (দিনাজপুর)।
জনাব সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে এবং জনাব তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশ সরকার চালাইতেছেন। মন্ত্রীসভার মােট সদস্য সংখ্যা ১২জন।
সাবেক গভর্নর বন্দী বাংলাদেশের (পূৰ্ব্বপাকিস্তানের) জঙ্গী আমলের শেষ গভর্নর ডা. এ, এম মালিক এবং তাহার মন্ত্রীসভার ৮জন সদস্যকে গত ২৪শে ডিসেম্বর ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হােটেল হইতে গ্রেপ্তার করিয়া ঢাকা জেলে রাখা হইয়াছে। বাংলাদেশ সরকার তাহাদের বিচারের ব্যবস্থা করিতেছেন।

সূত্র: আজাদ, ২২ ডিসেম্বর ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!