You dont have javascript enabled! Please enable it!

গণতন্ত্রী বাংলাদেশ
আয়তন–৫৪৫০১ বর্গমাইল

লােকসংখ্যা-৭৬০০০০০০ (৭ কোটি ৬০ লক্ষ) চতুঃসীমা—তিনদিকে ভারত এবং একদিকে বঙ্গাবঙ্গোপসাগর।
জনসংখ্যা হিসাবে স্থান—পৃথিবীতে ৭ম- (১) চীন (২) ভারত (৩) সােভিয়েত রাশিয়া (৪) আমেরিকা (৫) ইন্দোনেশিয়া (৬) ব্রাজিল (৭) বাংলাদেশ।
কৃষিজাত দ্রব্য—পাট (পৃথিবীর শতকরা ৮০ ভাগ পাট বাংলাদেশে উৎপন্ন হয়, বৎসরে ১০ লাখ টন)। ধান (বৎসরে ১ কোটি টন) ডাইল, ইক্ষু, চা ও তৈলবীজ।
শিল্পজাত সামগ্রী—পাট জাদ্রব্য পৃথিবীর মধ্যে সর্বাধিক, কাপড়, চিনি, দেশলাই, এলুমিনিয়াম, সিমেন্ট, রাসায়নিক সার, প্রতিরক্ষা উৎপাদন কারখানা।
কাগজ-কাগজের উৎপাদনে আত্মনির্ভরশীল। মাছ-বৎসরে দুই কোটি টাকার মাছ এবং ৩ কোটি টাকা শুল্ক মৎস্য বিদেশে চালান হয়।

সূত্র: আজাদ, ২৯ ডিসেম্বর ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!