রাজাকারদের প্রতিপালনের দায় গ্রামবাসীদের উপর ন্যাস্ত
পাক অধিকৃত বাংলাদেশের উপর নিজেদের অধিকার কায়েম রাখার জন্যে জঙ্গীশাহী যে তাঁবেদার রাজাকার বাহিনী গঠন করেছে, তাদের ভরণপােষণ যা বেতন দেওয়ার দায় পর্যন্ত গ্রামবাসীদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। গ্রামবাসীদের চাঁদা তুলে এদের বেতন দিতে হয়, পালাক্রমে এদের খেতে দিতে হয়। অন্ততঃ তিনটি তরকারী দিয়ে খাবার পরিবেশন না করলে সংশ্লিষ্ট গৃহস্থের উপর আবার শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়।
সূত্র: যুগশক্তি, ১২ নভেম্বর ১৯৭১