You dont have javascript enabled! Please enable it! 1971.09.10 | ঢাকা রেডিওয় হক চৌধুরী-ফখরুদ্দিনের উল্লেখ | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

ঢাকা রেডিওয় হক চৌধুরী-ফখরুদ্দিনের উল্লেখ

সম্প্রতি ঢাকা রেডিওতে দুপুর ১.৪০ মিনিটে ‘সাত সতেরাে অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীফখরুদ্দীন আলী আহমেদ এবং শ্রীমঈনুল হক চৌধুরীর কথা বিশদভাবে উল্লেখ করা হয়। শ্রী ফখরুদ্দীন প্রসঙ্গে বলা হয় যে তিনি কী ভুলে গেলেন ধর্মীয় বিধান অনুসারে গান্ধীর মূর্তির পাদদেশে ফুলের তােড়া না দেওয়ায় সারা ভারত ব্যাপী বিরূপ সমালােচনার ঝড় বয়ে যাওয়ার কথা। ইন্দিরা গান্ধী নাকি একমাত্র ভারতের মুসলিমদের ভােট আদায়ের জন্য অনন্যোপায় হয়ে ফখরুদ্দিনকে কেন্দ্রীয় মন্ত্রী করেছেন। আর শ্রী মঈনুল হক চৌধুরী সম্পর্কে জানানাে হয়, জেলা কাছাড়ে এসে হক কথা বলতে গিয়ে হক সাহেব প্রচণ্ড বিপদে পড়েন। কাছাড়ে বিভিন্ন। জনসভায় ঐ জেলার অবহেলিত জনগণের কথা বলার পর আসাম সরকার ১৭ পৃষ্ঠার প্রেসনােট বার করেছেন হক সাহেবকে অযথা গালিগালাজ করে। ঢাকা রেডিও আরাে বলে যে, বক্তৃতাবলীতে একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েও হক সাহস করে যে কথা বলতে পারেন নি তাহল নিজ সম্প্রদায়ের নিদারুণ অসহায়
অবস্থার কথা- এ বুঝি শুধু গণতান্ত্রিক ভারতেই সম্ভব। এ দিনের পাচ মিনিটের ‘সাত সতেরাে অনুষ্ঠানে নানাভাবে ভারতের এই দুই মুসলিম নেতার দুরবস্থার কথাই শুধু বিশ্লেষণ করা হয়।

সূত্র: যুগশক্তি, ১০ সেপ্টেম্বর ১৯৭১
২৪ শে ভাদ্র ১৩৭৮