যুদ্ধের দ্বারাই বাংলাদেশ সমস্যার সমাধান
বাংলাদেশ প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ গত বুধবার মুজিবনগরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনৈক সংবাদদাতার নিকট বলেন, বাংলাদেশের মুক্তিবাহিনীর যে বি[বীরত্ব প্রদর্শন করিয়া চলিয়াছে তাহা স্বাধীন বাংলার ইতিহাসে অমর হইয়া থাকিবে। যুদ্ধের দ্বারাই বাংলাদেশের সমস্যার সমাধান সম্ভব পাকিস্তান সরকার যদি আমাদের চারিদফা দাবী মানিয়া না নেন তবে তাহাদের সহিত কোন আলােচনাই চলিতে পারে না। এই চারি দফা হইতেছে : – (১) পাকিস্তান সরকার কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি দান (২) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সমস্ত বন্দীর মুক্তি (3) বাংলাদেশ হইতে পাক সৈন্য অপসারণ এবং (৪) বর্বর পাকসৈন্য যাহাদের ক্ষতি করিয়াছে সেই গুলির ক্ষতিপূরণ দান। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আরও বলেন, পূর্ণ স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত মুক্তিফৌজ যুদ্ধ চালাইয়া যাইবে।
সূত্র: আজাদ, ১৩ অক্টোবর ১৯৭১