You dont have javascript enabled! Please enable it! 1971.09.17 | সৰ্ব্বদলীয় বাংলাদেশ উপদেষ্টা সমিতি গঠিত | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

সৰ্ব্বদলীয় বাংলাদেশ উপদেষ্টা সমিতি গঠিত

বাংলাদেশের মুক্তি সংগ্রামকে দ্রুত কার্যকরী করার মহান সংকল্প ও দায়িত্ব দিয়ে বাংলাদেশ সরকারকে পরামর্শ দানের জন্য বাংলাদেশের স্বাধীনতাকামী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ৮ জন নেতাকে নিয়ে সম্প্রতি একটি উপদেষ্টা সমিতি গঠিত হয়েছে।
উপদেষ্টা সমিতির সদস্যরা হচ্ছেন: বাংলাদেশের প্রধানমন্ত্রী মিঃ তাজউদ্দীন আহমেদ, পররাষ্ট্র মিঃ খােন্দকার মুস্তাক আহমেদ, মৌলানা আবদুল হামিদ খান ভাসানী (ভাসানী পন্থী ন্যাপ), অধ্যাপক মুজাফফর আহমেদ (মুজাফফর আহমেদ, পন্থী ন্যাপ), শ্ৰীমনী সিং (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), শ্রী মনােরঞ্জন ধর (বাংলাদেশ জাতীয় কংগ্রেস), ও আওয়ামী লীগের অপর দুজন সদস্য।
এই নব-গঠিত সমিতি ঘােষণা করেছেন যে, স্বাধীনতা ছাড়া অন্য কোন রাজনৈতিক মীমাংসা মেনে নেওয়া হবে না। উপদেষ্টা সমিতি ইতিমধ্যে বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে রাষ্ট্রসংঘ এবং বিশ্ব নেতাদের কাছে। আবেদন জানিয়েছেন।

সূত্র: যুগশক্তি, ১৭ সেপ্টেম্বর ১৯৭১