You dont have javascript enabled! Please enable it! 1971.08.04 | পাক-সেনার পাশবিক অত্যাচার | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

পাক-সেনার পাশবিক অত্যাচার

বিগত ২৩শে জুলাই হইতে ২৫শে জুলাই ৩ দিনের মধ্যে পাক-সেনা শ্রীহট্ট জেলার বিয়ানীবাজার থানার কালনী গ্রামের ডাক্তার আবদুল নূর, সারপারের মনুহর আলী, কাসারীপাড়া গ্রামের মােস্তাফা, সুপাতলা গ্রামের একটি হিন্দু পরিবারের ৮ জন লােককে গুলি করে হত্যা করেছে। এ ছাড়া পাক-সেনা, রাজাকার ও তাহাদের স্থানীয় দালালদের সহায়তায় বিয়ানীবাজার থানার বিভিন্ন এলাকায় যথেচ্চ নারী হরণ, তাদের উপর ধর্ষণ, পাশবিক অত্যাচার ইত্যাদি অবাধে চালিয়ে যাচ্ছে। মােল্লাপুর ও তৎপার্শ্ববর্তী কয়েকটি গ্রামে প্রকাশ্য দিবালােকে পাক-সেনা বহু নারীর উপর পাশবিক অত্যাচার করেছে। ডুরাণ ও বাউরভাগের কয়েকটি গৃহ অগ্নিসংযােগ করে খান সেনারা জ্বালিয়ে দিয়েছে।

সূত্র: দৃষ্টিপাত, ৪ আগস্ট ১৯৭১