জকিগঞ্জে পাক সেনাদের দৌরাত্ম
সীমান্তের ওপারে জকিগঞ্জে এখনও পাক সৈন্যদের অবাধ দৌরাত্ম পরিলক্ষিত হচ্ছে। ১৪ই আগষ্ট জকিগঞ্জ ও পাশাপাশি অন্যান্য গ্রামের বাসিন্দা বহু সংখ্যক গ্রামবাসীকে তারা জোর করে একটি মিছিলে যােগদান করতে বাধ্য করে। প্রখর রৌদ্রের মধ্যে শিশু এবং বৃদ্ধ ব্যক্তিদেরও তারা মিছিলে যােগ দেবার জন্যে জোর করে ধরে নিয়ে আসে।
সীমান্তের এপার থেকে দেখা গেছে যে, অধিকাংশ গ্রামবাসী যখন ইয়াহিয়া খান কিংবা পাক সরকারের সমর্থনে ধ্বনি দিতে সম্মত হচ্ছিল না, তখন তাদের রাইফেলের নল দেখিয়ে সকল ধ্বনি দিতে বাধ্য করা হয়। মধ্যে মধ্যে পাক সেনাবাহিনী জিন্দাবাদ’ ধ্বনিও শােনা যায়।।
সূত্র: যুগশক্তি, ২০ আগস্ট ১৯৭১