You dont have javascript enabled! Please enable it! 1971.08.25 | সিলেট জেলার অভ্যন্তরে পাকসেনার অমানুষিক অত্যাচার- ১২টি গ্রাম ভস্মীভূত ও বহু লােক নিহত | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

সিলেট জেলার অভ্যন্তরে পাকসেনার অমানুষিক অত্যাচার
১২টি গ্রাম ভস্মীভূত ও বহু লােক নিহত

সিলেটের অভ্যন্তরে বিভিন্ন গ্রামাঞ্চলে পাক-সৈন্যদের অত্যাচার বর্তমানে আবার চরমে উঠতে শুরু করেছে। এর ফলে হাজার হাজার শরণার্থী ভারতের দিকে আসতে সুরু করেছে।
এই সপ্তাহে পাক-সেনারা আজমীরিগঞ্জ, নবীগঞ্জ, জলসুকা, বিরাট, মাকালকান্দি প্রভৃতি ১২টী গ্রামে নির্বিচারে গুলি চালিয়ে বহু নিরীহ লােককে হত্যা করে এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে ত্রাসের সৃষ্টি করার ফলে গত তিন চার দিনে প্রায় ৫০ হাজার শরণার্থী বালাট শরণার্থী শিবিরে এসে উপস্থিত হয়েছে। প্রত্যহ আরাে হাজার হাজার শরণার্থী আগমন অব্যাহত আছে।
পাঞ্জাবী-সেনাদের বাঙালী বিদ্বেষ এত চরমে উঠেছে যে গত সপ্তাহে উত্তর সিলেটের চাকুরীরত সহকারী পুলিশ সুপার মিঃ মুনসিফ ও ফ্লাড কন্ট্রোলের সুপারিন্টেণ্ডিং ইনজিনিয়ারকে প্রকাশ্য গুলি করে হত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে।

সূত্র: দৃষ্টিপাত, ২৫ আগস্ট ১৯৭১