ঢাকার শিল্পাঞ্চলে মাত্র ৩টি পাটকল কাজ করছে
রাণাঘাট—এখানে সদ্য আগত কয়েকজন শরণার্থী বলেন যে সমগ্র ঢাকা শিল্পাঞ্চলে মাত্র ৩টি পাটকলে। আংশিক কাজ হচ্ছে—এই কলগুলি নারায়ণগঞ্জে অবস্থিত। এদের মধ্যে ২ জন একটি কাপড়ের কলে কাজ করতেন। এরা বলেন যে গত এপ্রিল মাসে অন্ততঃ ৮ হাজার বাঙালী হিন্দু ও মুসলমান শ্রমিক জঙ্গী শাসকদের গুলিতে প্রাণ হারিয়েছেন। একটি পাটকলে কর্মরত অবস্থায় ৩ হাজার বাঙালী শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছিল। এখন যে পাটকল ৩টি কাজ করছে, তার ৯০ শতাংশ শ্রমিকই অবাঙালী।। ই, আই, এন, এ,
সূত্র: দৃষ্টিপাত, ৮ সেপ্টেম্বর ১৯৭১