You dont have javascript enabled! Please enable it!

ঢাকার শিল্পাঞ্চলে মাত্র ৩টি পাটকল কাজ করছে

রাণাঘাট—এখানে সদ্য আগত কয়েকজন শরণার্থী বলেন যে সমগ্র ঢাকা শিল্পাঞ্চলে মাত্র ৩টি পাটকলে। আংশিক কাজ হচ্ছে—এই কলগুলি নারায়ণগঞ্জে অবস্থিত। এদের মধ্যে ২ জন একটি কাপড়ের কলে কাজ করতেন। এরা বলেন যে গত এপ্রিল মাসে অন্ততঃ ৮ হাজার বাঙালী হিন্দু ও মুসলমান শ্রমিক জঙ্গী শাসকদের গুলিতে প্রাণ হারিয়েছেন। একটি পাটকলে কর্মরত অবস্থায় ৩ হাজার বাঙালী শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছিল। এখন যে পাটকল ৩টি কাজ করছে, তার ৯০ শতাংশ শ্রমিকই অবাঙালী।। ই, আই, এন, এ,

সূত্র: দৃষ্টিপাত, ৮ সেপ্টেম্বর ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!