You dont have javascript enabled! Please enable it!

কুলাউড়া ও বিয়ানীবাজারে পাক সৈন্যদের হানা

গত ৩০শে জুন কুলাউড়া বাজারের বিশিষ্ট সমাজকর্মী ও আওয়ামী লীগ নেতা, পাকিস্তানী টবেকো কোং-এর কিষ্ট মিঃ জয়নাল আবেদিনের বাসগৃহে হানা দিয়ে পাক সৈন্যরা মিঃ আবেদিনের খোজ করে। তাকে না পেয়ে তার স্ত্রী, চারটি মেয়ে এবং দুটি ছেলেকে ধরে নিয়ে যায়। অনেক অনুসন্ধান করেও তাদের কোন খোঁজ পাওয়া যায় নি। মিঃ জয়নালের ১৮/১৯ বৎসরের অপর একটি ছেলে পালিয়ে গিয়ে পাক দুবৃত্তদের হাত থেকে রক্ষা পেয়েছে।
গত ১লা জুলাই পাক সৈন্যরা বিয়ানীবাজার কলেজের অধ্যক্ষ মিঃ ইমদাদুর রহমান এবং ডাক্তার তৈয়বুর রহমানের ঘুঙ্গাদিয়াস্থ বাসগৃহে অতর্কিত হানা দেয়। কিন্তু তাদের কাউকে না পেয়ে তারা বাসগৃহগুলাে পুড়িয়ে দেয়।

সূত্র: যুগশক্তি, ৯ জুলাই ১৯৭১