গাছের ডালে ঝুলিয়ে বেত্রাঘাতে হত্যা
সীমান্তের অপর পার থেকে বাংলাদেশের নিরীহ গ্রামবাসীর উপর পাকিস্তানী সৈন্যদের নৃশংস অত্যাচারের নিত্যনতুন খবর রােজই এসে পৌছছে। গত ৬ জুলাই বিয়ানীবাজার ডাক বাংলার নিকটবর্তী একটি গাছের ডালে কসবা নিবাসী আবদুল ছাত্তারের তরুণ পুত্র আবদুল খালেককে ঝুলিয়ে রেখে পাক সৈন্যরা বেত্রাঘাত করতে থাকে। ঘটনাস্থলেই খালেকের মৃত্যু হয়। মুশ্লিম লীগ গুণ্ডা হাজি নিমার আলী ও তুমুছ আলীর নেতৃত্বে পাকফৌজ খালেককে তার বাড়ী থেকে ধরে নিয়ে এসেছিল।
বড়লেখা থানার আতুয়া গ্রামে খান বাহিনী ৭ জুলাই বহু ঘর আগুন দিয়ে পুড়ে ফেলে। ৯ জুলাই সাহবাজপুর রেল ষ্টেশনের অনতিদূরে নান্দুয়া গ্রামে অগ্নিসংযােগ করে সমস্ত গ্রামটি ভস্মীভূত করে ফেলে।
সূত্র: যুগশক্তি, ১৬ জুলাই ১৯৭১