পূর্ববঙ্গে দুর্ভিক্ষ (?)
রয়টারের এক সংবাদে প্রকাশ যে ঢাকায় ত্রাণ বিশেষজ্ঞরা আশংকা করেছেন এ বছরের শেষাশেষি পূর্ববাংলায় দুর্ভিক্ষ দেখা দেবে। তারা বলেন, দুর্ভিক্ষে বহু জীবনহানি না ঘটলেও ব্যাপকভাবে অপুষ্টিজনিত রােগ দেখা দেবে।
সাধারণতঃ পূর্ববাংলায় খাদ্যের ঘাটতি হয় বছরে ২০ লক্ষ টন। এবার গােলযােগের ফলে ঘাটতি গিয়ে দাঁড়াবে ৩০ লক্ষ টনের মত। ঢাকা ও চট্টগ্রাম দুটি বন্দরই অচল হয়ে যাওয়ার ফলে খাদ্য আমদানীর সম্ভাবনাও কম।
সূত্র: দৃষ্টিপাত, ৩০ জুন ১৯৭১