You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মানুষ
গণতন্ত্রের জন্য সংগ্রামরত

আগরতলা, ২১শে জুন শরণার্থী ভারতের নিকট একটি বিরাট সমস্যা। ভারত নিজে দরিদ্র রাষ্ট্র। নানা সমস্যায় ভারত উৎপীড়িত সীমান্তের ওপার থেকে আসা ৫০ লক্ষ ৮০ হাজারের মত শরণার্থীর সমস্যাটিও ভারতের উপর এসে পড়েছে। মুখ্যমন্ত্রী শ্রীশচীন্দ্রলাল সিংহ গতকাল আকাশবাণীর সংবাদদাতার সাথে এক সাক্ষাতকারের সময় এই কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতকারের বিবরণটি গত রাত্রে সাড়ে নটায় আকাশবাণী দিল্লীকেন্দ্র থেকে প্রচারিত হয়। মুখ্যমন্ত্রী শ্রীসিংহ সংবাদ প্রতিনিধিকে আরও বলেন যে শরণার্থীগণ যে অমানবিক কাহিনী বর্ণনা করেছেন তাতে আন্তর্জাতিক সীমান্তের এপারে আমাদিগকে বিচলিত করে তুলেছে। তাদের খাবার, থাকার ও চিকিৎসার ব্যবস্থা করার তাগিদ মানবিকতার দিক থেকেই আসে। জনপ্রিয় সরকারের নেতৃত্বে ভারত শরণার্থী ত্রাণে এগিয়ে এসেছে। তিনি বলেন যে সীমান্তবর্তী রাজ্যগুলির পক্ষে আশার কথা যে শরণার্থীদের বাসস্থান ও খাবার দেবার দায়িত্ব নূতন দিল্লী গ্রহণ করেছেন। যতদিন পৰ্য্যন্ত শরণার্থীদের স্বাভাবিক অবস্থা ফিরে না আসে ততদিন পর্যন্ত ভারত এই দায়িত্ব বহন করবে। বাংলাদেশে কি স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে? এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন— হাজার হাজার লােক তাদের ভিটেমাটি ছেড়ে সীমান্তের এপারে এসে আশ্রয় নিচ্ছেন ও তা থেকেই সত্য বিষয়টি জানা যায়। যদি সেখানে কোনও স্বাভাবিক অবস্থা বজায় থাকতাে তাহলে কি এসব গরীব লােকেরা নিজেদের পিতৃপিতামহের ভিটে ছেড়ে এখানে আসতাে?

সূত্র: আজাদ, ৩০ জুন ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!