দাঁতভাঙ্গা জবাব!
পাকিস্তানের সামরিক প্রেসিডেন্ট ইয়াহিয়ার বেতার ভাষণের দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী শ্রীকামরুজ্জামান। বাংলাদেশের কোন এক স্থানে তিনি বলেছেন—ইয়াহিয়া হানাদার বাহিনীর প্রধান সেনাপতি। বাংলাদেশের ব্যাপারে কথা বলার কোন অধিকার তার নেই। বিশ্বকে ধোঁকা দেওয়ার জন্য তিনি একটা চাল চেলেছেন। আমরা এসব বাজে কথার কোন গুরুত্ব দিতে চাই না।
তিনি আরাে বলেন, একটা স্বাধীন ও সার্বভৌম দেশে এসে দালালদের সাহায্যে নির্বাচন করার অপচেষ্টাকে বাংলাদেশের মুক্তিকামী কৃষক, শ্রমিক, ছাত্র, যুবককর্মিরা তথা মুক্তিবাহিনী মােকাবেলা করবে। আমরা ইয়াহিয়াকে এ ব্যাপারে চ্যালেঞ্জ করছি।।
তিনি ইয়াহিয়াকে সতর্ক করে দিয়ে বলেন, সময় থাকতে সম্পত্তি ভাগ করে নাও। তােমাদের কাছে আমাদের পাওনা আমাদের দিয়ে দাও।
সূত্র: দৃষ্টিপাত, ৩০ জুন ১৯৭১