বিয়ানীবাজার এলাকায় লুঠতরাজ ও গৃহদাহ
(স্টাফ রিপাের্টার)
বাংলাদেশের বিয়ানীবাজার এলাকা থেকে এখন যে সমস্ত সংবাদ পাওয়া যাচ্ছে, তাতে দেখা যায় যে পাক সৈন্যরা স্থানীয় লীগপন্থী নেতা ও হােমরা-চোমরাদের সহায়তায় সেখানে এখনও লুঠতরাজ ও গৃহদাহ নিৰ্ব্বিচারে চালিয়ে যাচ্ছে।
মাথিউরার ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান মতছিন আলি, তার ভাগ্নে বুরকা হাজী, বিয়ানীবাজারের সিকন্দর হাজী ও ফিরােজের নেতৃত্বে এক দল পাক সৈন্য গত ২রা জুলাই মাথিউরা গ্রামে হানা দিয়ে আকদ্দস, সিরাজুল ইসলাম মহরম আলী, সমছুদ্দিন খান, আতাউর রহমান খান, রফিক উদ্দিন খান প্রভৃতি আওয়ামী লীগ কর্মীদের বাড়ীতে ঢুকে বাড়ীগুলােতে আগুন লাগিয়ে দেয়। ঐ এলাকার রফিক উদ্দিন খানের কাছ থেকে প্রায় হাজার খানেক টাকা সৈন্যরা ছিনিয়ে নিয়ে যায়। মজাহিদ আলী, মজির উদ্দিন ও ইসহাক আলীর বাড়ীতে ঢুকে মূল্যবান ও প্রয়ােজনীয় জিনিষপত্রগুলি লুঠ করে নিয়ে যায় এবং অন্যান্য জিনিষপত্র সব তছনছ ভেঙ্গে করে দিয়ে যায়।
৩রা জুলাই তারিখে খাসা গ্রামে হানা দিয়ে মহিব আলী মিস্ত্রি ও তজিব আলিকে পাক সৈন্যরা ধরে নিয়ে গিয়ে পায়ে বেঁধে একটি গাছের ডালে ৮ ঘণ্টা ঝুলিয়ে রাখে। পরে বচন হাজীর নির্দেশে বেত্রাঘাত করে তাকে ছেড়ে দেয়।
সূত্র: যুগশক্তি, ৯ জুলাই ১৯৭১