You dont have javascript enabled! Please enable it! 1971.06.02 | বাংলাদেশে এহিয়া পন্থীরা চরম সংকটে রসদের দারুণ অভাব | আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশে এহিয়া পন্থীরা চরম সংকটে
রসদের দারুণ অভাব
(পৰ্যবেক্ষকের সমীক্ষা)

পাকিস্তানের এহিয়া খানের জঙ্গীবাহিনী চরম বিপদের সম্মুখীন। তাহাদের রসদের দারুণ অভাব দেখা দিয়াছে। করাচী হইতে আটা-ময়দা চিনি, মাখন এসব যাহা আসিয়াছিল তাহা ফুরাইয়া যাইতেছে।
কর্মচারীদের বেতন দিবার টাকা নাই। খাদ্যভাবে আর অর্থাভাবে পাঞ্জাবী সৈন্যদের মধ্যে দারুণ বিক্ষোভ দেখা দিয়াছে। অখাদ্য কুখাদ্য খাইয়া, লুটপাট করিয়া সিপাহীরা চলিতেছে।
তাহারা পাগলের মত হইয়া যেখানে সেখানে গােলাগুলি বর্ষণ করিতেছে, লুটপাট করিতেছে।
বাংলাদেশের ট্রেজারী গুলি খালি, দোকান পাট বন্ধ, যে সামান্য কয়েকটি দোকানপাট স্থানে স্থানে রহিয়াছে সে গুলি প্রায়ই খালি। কোন মালের আমদানী নাই।।
মাঝে মাঝে করাচী হইতে বিমানে কিছু কিছু খাদ্য আসে সেগুলিও অপ্রচুর। সারা বাংলাদেশ যেন শ্মশানের মত। লােকজন বনে জঙ্গলে বা দুর্গম গ্রামগুলিতে গিয়া বহু কষ্টে দিন কাটাইতেছে। সহরাঞ্চলে বাজারহাট হয়না। পাঞ্জাবী সিপাহীদের অবস্থা ভিজা শিয়ালের মত।

সূত্র: আজাদ ২ জুন ১৯৭১