You dont have javascript enabled! Please enable it!

সিলেটের জাতীয়তাবাদী নেতা
আমিনুর রশিদ চৌধুরী নিহত

সিলেট হইতে প্রাপ্ত বিশ্বাস্য সংবাদে জানা গেল, পাকিস্তানী পাঠান ফৌজের বন্দুকের গুলিতে সুরমা উপত্যকার প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী সিলেটে জাতীয়তাবাদের অন্যতম দিকপাল, প্রখ্যাত “যুগভেরী” পত্রিকায় মালিক ও সম্পাদক সিলেটের কতিপয় চা-বাগান এবং শিল্প প্রতিষ্ঠানের মালিক জনাব আমিনুর রশিদ চৌধুরী নির্দয়ভাবে নিহত হইয়াছেন। তদীয় পত্নী সিলেটের সাংস্কৃতিক জীবনের অন্যতম নায়িকা বেগম ফাহমিদা রশিদ চৌধুরীর কোন সংবাদ পাওয়া যায় নাই। জনাব রশিদের কনিষ্ঠ ভ্রাতা ও মাতা প্রাক্তন এম-এন-এ বেগম সিরাজুন নেছা অন্য কোন রাষ্ট্রে পলাইয়া গিয়াছেন বলিয়া প্রকাশ।
জনাব আমিনুর রশিদ সিলেট জিলায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সমাজের লােকের নির্ভরস্থল ছিলেন। এহেন হৃদয়বিদারক সংবাদে আমরা গভীরভাবে মর্মাহত।

সূত্র: আজাদ ২ জুন ১৯৭১