You dont have javascript enabled! Please enable it! 1971.06.02 | ৫০০ পাকসৈন্য নিহত | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

৫০০ পাকসৈন্য নিহত

স্বাধীন বাংলাদেশে বেতারের এক সংবাদে যে ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন রণাঙ্গনে মুক্তিবাহিনী অন্যূন ৫০০ শত খান সেনা নিহত করিয়াছেন এবং জীপ ট্রাক ও প্রচুর গােলাবারুদ হস্তগত করিয়াছেন। বাংলাদেশ বেতারে কুমিল্লা, মানিকগঞ্জ, ফরিদপুর, কোষ্ঠিয়া [কুষ্টিয়া] প্রভৃতি বিভিন্ন রণাঙ্গনে মুক্তিফৌজের সাফল্যের বিবরণ দেন। শ্রীহট্ট জেলার উত্তরাংশ এখন মুক্তিফৌজের দখলে। তাহারা তামাবিল, জৈন্তাপুর দখল করিয়া এখন হরিপুর তৈল শহরের দিকে অগ্রসর হইয়াছেন। এবং বর্তমানে সারাব্রাজের দখল লইয়া পাকসেনাদের সঙ্গে তুমুল লড়াই চালাইয়াছে। প্রসিদ্ধ শিল্প নগরী ছাতকে এখন তুমুল লড়াই চলিতেছে বলে সংবাদে জানা যায়।

সূত্র: দৃষ্টিপাত, ২ জুন ১৯৭১