স্বীকৃতির প্রশ্নে আমরা সন্তুষ্ট
বাংলাদেশের প্রতিনিধি
বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের নেতা শ্রীফণী মজুমদার গত ৭ই জুন লক্ষ্ণৌতে বলেন ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশকে স্বীকৃতির প্রশ্নে আলােচনা করে আমরা সন্তুষ্ট। তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণনাশের আশংকায় তারা খুব উদ্বিগ্ন। এই সঙ্কটজনক সময়ে তার জীবনের নিরাপত্তাই আমাদের সবচেয়ে জরুরী। তিনি বলেন অচিরে বাংলাদেশ স্বাধীন হইবে ভারত সহ পৃথিবীর আরও কয়েকটী রাষ্ট্রের স্বীকৃতি অচিরেই বাংলাদেশ পাইবে। প্রতিনিধিদলের অন্যতম সদস্য সাহ মােয়াজ্জেম হােসেন দাবী করেন ক্যান্টনমেন্ট ও কয়েকটী বড় বড় সহর ছাড়া বাংলাদেশ কাৰ্যত তার সরকারের নিয়ন্ত্রাধীন।
তিনি বলেন পাকিস্তানী সেনারা বাংলাদেশের নিরীহ লােকের উপর অমানুষিক অত্যাচার চালিয়ে যাচ্ছে, খুন খারাপি লুঠতরাজ পাইকারী দরে মহিলাদের উপর পাশবিক অত্যাচার তাদের জীবনের প্রাত্যহিক কর্ম হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন পাকিস্তানী ফৌজের কাজ থেকে দেশকে মুক্ত না করা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। বাংলাদেশের জনগণকে সাহায্য করার জন্য তিনি ভারতবাসীকে ধন্যবাদ জানান। উত্তর প্রদেশ নাগরিক পরিষদের … তাহাদের হাতে ১৮০২. … টাকার এক চেক দিন।।
সূত্র: দৃষ্টিপাত, ৯ জুন ১৯৭১