You dont have javascript enabled! Please enable it! 1971.05.21 | জকিগঞ্জে পাকিস্তানী সৈন্যবাহিনীর হানা | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

জকিগঞ্জে পাকিস্তানী সৈন্যবাহিনীর হানা

বিগত ১৯ শে মে দুপুরে করিমগঞ্জের অনতিদূরে পাক ভারত সীমান্তবর্তী শহর জাকিগঞ্জে পাক সৈন্যবাহিনী অতর্কিত হানা দেয়। সৈন্যবাহিনী সেখানে প্রবেশ করিয়াই ব্যাপক অগ্নিসংযােগ এবং লুঠতরাজ শুরু করে। মুস্লিম লীগের কতিপয় ব্যক্তিকে ঐ সময় সেখানে ইয়াহিয়া খানের সমর্থনে একটি শােভাযাত্রা বাহির করিতে দেখা যায়। তাহারা পাকিস্তানী পতাকা উত্তোলন করেন। শােভাযাত্রাটির অগ্র ও পশ্চাঙ্গ পাকিস্তানী সৈন্যরাও ছিল। সৈন্যরা আওয়ামী লীগের নেতা এবং কর্মীদের গৃহগুলিতে অগ্নিসংযােগ করে। সীমান্তের এই পার হইতে ঐ সময়ে গােলাগুলির শব্দ শােনা যায়। তবে এই সম্পর্কে বিস্তারিত বিবরণ এখনও পাওয়া যায় নাই।
উক্ত পাকিস্তানী সৈন্যরা কোন প্রকার আন্তর্জাতিক নীতিমালা না মানিয়া জকিগঞ্জে হানা দেওয়ার অব্যবহিত পরই কুশিয়ারা তীরে ট্রেঞ্চ খনন করিতে থাকে এবং কামান, মটর, মেশিনগান নিয়া ইত্যাদি ব্যাপক তৎপরতা রু করে। মুস্লিম লীগের কতিপয় ব্যক্তি বিভিন্ন কাজে সৈন্যবাহিনীকে সহযােগীতা করিতেছে। জকিগঞ্জের চতুর্দিকে গতকাল এবং আজও দাও দাও করিয়া আগুন জ্বলিতে দেখা গিয়াছে।

সূত্র: যুগশক্তি, ২১ মে ১৯৭১
৬ই জৈষ্ঠ্য ১৩৭৮