You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশে মুসলিম লীগ নেতারা সৈন্য প্রহরায় আছেন

শিলং : বাংলাদেশের মুষ্টিমেয় মুসলিম লীগ নেতারা সৈন্য প্রহরায় আছেন। তাদের বাড়ীগুলি সৈন্যরা পাহারা দিচ্ছে এবং যাতায়াতের সময়ে সাধারণত, তারা সৈন্যবাহিনীর জীপ গাড়ি ব্যবহার করছেন। গ্রামাঞ্চল থেকে বেশীর ভাগ লীগ নেতা সৈন্য অধিকৃত শহরে চলে এসেছেন, কারণ গ্রামে তারা একঘরে হয়ে বাস করছিলেন, উপরন্তু তাদের জীবনের আশঙ্কাও রয়েছে। এখানে পাওয়া সংবাদে জানা যায় যে, শ্রীহট্ট এবং মায়মনসিংহ জেলার গ্রামাঞ্চলে বেশ কয়েকজন লীগ নেতা মুক্তিফৌজের হাতে নিহত হয়েছেন। —ই, আই, এন, এ

সূত্র: দৃষ্টিপাত, ২৬ মে ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!