You dont have javascript enabled! Please enable it!

নরপশুদের হাত থেকে শতাধিক মহিলা উদ্ধার

মৌলভীবাজার মহকুমার অন্তর্গত কোন এক চা-বাগানে ইয়াহিয়া বাহিনী কর্তৃক আটককৃত শতাধিক মহিলাকে বাংলাদেশ মুক্তিফৌজের একটি বাহিনী উদ্ধার করেছে।
জানা যায় যে, উক্ত এলাকা দখলের পর বর্বর ইয়াহিয়া সেনারা তাদের পাশবিক লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে একটি চা-বাগানে শতাধিক মহিলাকে প্রায় বিবস্ত্র অবস্থায় আটক রেখেছিল। এ খবর
জর নিকটবর্তী ঘাটিতে পৌঁছিলে একটি বাহিনী উক্ত চা-বাগানে অতর্কিতে হানা দিয়ে দুর্গত মাবােনদের ইয়াহিয়ার লেলায়িত নরপশুদের হাত থেকে মুক্ত করে স্বাধীন এলাকায় নিয়ে আসে। উদ্ধারকৃত মহিলাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।

সূত্র: দৃষ্টিপাত, ২৬ মে ১৯৭১