You dont have javascript enabled! Please enable it!

পাকিস্তানী সৈন্যের হাতে বাঙালী জবাই

করিমগঞ্জ সীমান্তের সন্নিকটস্থ দাশের বাজারের গুলুয়া গ্রামের ডা. নৃপেন্দ্র দাস, তালুকদার পাড়ার প্রজেশ নাথ, গােবিন্দপুরের চরিত্র দাস, সাধু দাস, শ্যামা দাস ও সূৰ্য্য দাসকে পাকিস্তানি সৈন্যরা ‘জবাই’ করিয়াছে। দুবাগের কামিনী নাথকে সৈন্যরা গুলি করিয়া হত্যা করে। তাহার বিধবা পত্নী তিনটি শিশুসন্তান লইয়া এখন। লাতু শরণার্থী শিবিরে রহিয়াছেন।
করিমগঞ্জ মহকুমা পরিষদের সভাপতি শ্রীরাকেশচন্দ্র দাস, উত্তর করিমগঞ্জ আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি শ্রী মইনুল ইসলাম চৌধুরী ও সাংবাদিক শ্রীমহেন্দ্র ভট্টাচৰ্য্য লাতু এলাকার শরণার্থী শিবির সমূহ পরিদর্শনে গেলে উদ্বাস্তুরা পাকিস্তানী সৈন্যের নৃশংসতার এইসব কাহিনী বর্ণনা করেন।

সূত্র: যুগশক্তি, ২৮ মে, ১৯৭১
১৩ই জ্যৈষ্ঠ, ১৩৩৮