You dont have javascript enabled! Please enable it!

স্বাধীন বাংলা সরকারের শ্রীহট্ট জেলা প্রশাসন

স্বাধীন বাংলা সরকার গঠিত হওয়ার পর শ্রীহট্ট জেলা প্রশাসন কার্য পরিচালনার জন্য প্রশাসক নিযুক্ত করা হয়।
জানা যায় শ্রীহট্ট জেলা আওয়ামী লীগ সম্পাদক ও এম, এন, এ, জনাব ফরিদ গাজী শ্রীহট্ট জেলার প্রশাসক নিযুক্ত হইয়াছেন। তাহার অধীনে সদর মহকুমার জন্য এম, পি, এ জনাব মাসুদ চৌধুরী, মৌলভীবাজারে মােঃ ইলিয়াস, হবিগঞ্জে এম, এন, এ জনাব মুস্তাফা আলী এবং সুনামগঞ্জে এম, এন, এ. আবদুল হককে নিযুক্ত করা হয়।

সূত্র: দৃষ্টিপাত, ১৪ এপ্রিল ১৯৭১