বাংলাদেশের নৌকা উধাও
করিমগঞ্জে পাকিস্তান সৈন্য বাহিনী যাতে নৌকা করে নদী পার না হতে পারে, তার জন্য মুক্তিফৌজ গ্রামবাসীদের বলেছেন যে তার তারা যেন তাদের নৌকাগুলিকে লুকিয়ে রাখেন। প্রদেশের প্রধান প্রধান সেতু গুলি ধ্বংস হয়ে যাবার ফলে সৈন্যবাহিনী যাতায়াতের জন্য নৌকার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। নৌকা না পেলে বহু সহর থেকে পাক সৈন্যবাহিনী জেলার অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। ওদিকে পাকিস্তান সরকার গ্রামবাসীদের ওপর নির্দেশ দিয়েছে যে প্রয়ােজন হলে তাদের নৌকা দুঘণ্টার নােটিশে হাজির করতে হবে। গ্রামবাসীরা নৌকাগুলি নদীর জলে ডুবিয়ে রেখেছেন বলে প্রকাশ।
ই,আই,এন,এ
সূত্র: দৃষ্টিপাত, ২১ এপ্রিল ১৯৭১