পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন হঠাৎ স্থগিত
শেখ মুজিবুর কর্তৃক পূর্ব পাকিস্তান বন্ধের ডাক
গত ৩রা মার্চ থেকে ঢাকায় জাতীয় পরিষদের যে অধিবেশন আরম্ভ হওয়ার কথা ছিল প্রেসিডেন্ট ইয়াহিয়া খান উহা স্থগিত করিয়া দেওয়ায় পূর্ব পাকিস্তানের জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।
শেখ মুজিবুর রহমান ২রা ও ৩রা মার্চ সমগ্র পূর্ব পাকিস্তান বন্ধের আহ্বান জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় গুলির পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকার অবস্থা অত্যন্ত উত্তেজনাপূর্ণ বলে এক বেতার সংবাদে প্রকাশ।
পশ্চিম পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকর আলী ভুট্টো তার দলের ৮০ জন সদস্যকে হুমকি দিয়ে বলেছিলেন যদি ঢাকায় জাতীয় পরিষদের প্রস্তাবিত বৈঠকে কেউ যােগ দিতে যান তবে মাথা গুড়িয়ে দেবেন। অন্যান্য দলের সদস্যদেরও হুমকি দিয়ে বলেন কেউ যদি এই বৈঠকে যােগ দিতে পূর্ব পাকিস্তান যান তাহলে সে যাত্রা অগস্ত্য যাত্রা হবে।
সূত্র: দৃষ্টিপাত, ৩ মার্চ ১৯৭১