You dont have javascript enabled! Please enable it! 1971.03.26 | পূর্ব পাকিস্তানে কঠোর সামরিক আইন জারী | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

পূর্ব পাকিস্তানে কঠোর সামরিক আইন জারী

২৫ শে মার্চ মধ্যরাতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করিলে পর অদ্য ২৬ শে মার্চ শুক্রবার পূর্বপাকিস্তানের সামরিক শাসক সামরিক আইনের বলে কয়েকটি আদেশ জারী করিয়া পূর্ব পাকিস্তানের সর্বত্র জনসভা, মিছিল, পােষ্টারিং, লাঠি, রামদা প্রভৃতি অস্ত্রশস্ত্র নিয়া চলাচল, সংবাদপত্রে রাষ্ট্রবিরােধী বা পাকিস্তানের উভয় অংশের মধ্যে বিভেদ সৃষ্টিকারী বা অনুরূপ কিছু প্রকাশ বন্ধ করিয়াছেন। সাইক্লোনষ্টাইল মেসিন, বন্দুক, প্রভৃতি আগ্নেয়াস্ত্র সামরিক শাসন কর্তৃপক্ষের নিকট জমা দিতে নির্দেশ দেওয়া হইয়াছে। স্বেচ্ছাসেবক বাহিনীর কুচকাওয়াজ বন্ধ করে দেওয়া হইয়াছে।
আওয়ামী লীগ বে আইনি বলিয়া ঘােষিত হইয়াছে। ইয়াহিয়া খান শেখ মুজিবুর রহমানকে দেশদ্রোহী আখ্যা দিয়াছেন।
ঢাকা ও অন্য কয়েক স্থানে সৈন্যবাহিনীর সহিত পূর্ব পাকিস্তান রাইফেলস ও পুলিশ দলের সংঘর্ষ হইয়াছে এবং সৈন্যবাহিনীর গুলীতে নিরস্ত্র জনতা বহু হতাহত হইয়াছে বলিয়া রেডিওর খবরে প্রকাশ। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, শ্রীহট্ট প্রভৃতি স্থানে কাফু জারী হইয়াছে।

সূত্র: যুগশক্তি, ২৬ মার্চ ১৯৭১
শুক্রবার, ১২ই চৈত্র, ১৩৭৭