You dont have javascript enabled! Please enable it!

শেখ মুজিবুর কর্তৃক জয়প্রকাশ নারায়ণের বিবৃতি অভিনন্দিত

ভারতের সর্বোদয় নেতা শ্রীজয়প্রকাশ নারায়ণ সম্প্রতি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত পূর্ববঙ্গের গণআন্দোলনকে অহিংস গান্ধীবাদী আন্দোলনের সর্বাধিক স্বার্থক দৃষ্টান্ত বলিয়া যে মন্তব্য করিয়াছেন, সেই সম্পর্কে শেখ মুজিবুর রহমানের মতামত জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন যে বাংলাদেশের সাড়ে সাত কোটি লােকের উদ্দেশ্যেই এই প্রশংসাবাণী উচ্চারিত হইয়াছে।
ঢাকা রেডিওতে শ্রীনারায়ণের ঐ বিবৃতির সারাংশ প্রচার করা হয় এবং বলা হয় যে, শ্রীনারায়ণ বিশ্বের সমস্ত স্বাধীনতাকামী জনসাধারণের সমর্থন ঐ আন্দোলনের জন্য কামনা করিয়াছেন। ইতিমধ্যে নয়াদিল্লীস্থ পাকিস্তানি হাই কমিশন শ্রী নারায়ণের ঐ বিবৃতির প্রতিবাদ জানাইয়া বলিয়াছেন যে ঐ বিবৃতির মাধ্যমে পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা হইয়াছে।

সূত্র: যুগশক্তি, ২৬ মার্চ ১৯৭১