বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা
পূর্ব পাকিস্তানী সৈন্যদের পূর্ব বাংলায় অমানুষিক অত্যাচার হাজার হাজার লােক নিহত-ব্যাপক অগ্নিকাণ্ডনিরীহ জনসাধারণের বিরুদ্ধে ট্যাঙ্ক ব্যবহার ও বােমা বর্ষণ-বিদেশী সাংবাদিকরা বহিষ্কৃত
পূর্ব বাংলায় স্বাধীন বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের সঙ্গে পশ্চিম পাকিস্তানের সৈনিকদের তুমুল লড়াই বেঁধেছে। স্বাধীনতাকামী এই নিরীহ স্বেচ্ছাসেবকদের দমন করতে ইয়াহিয়ার জঙ্গী সরকার ট্যাংক ব্যবহার করছেন। এমনকি বােমা বর্ষণ করার খবর পাওয়া যাচ্ছে। একটি অসমর্থীত সংবাদ প্রকাশ একমাত্র ঢাকা শহরেই দশ সহস্রাধিক লােককে নির্মমভাবে মেশিনগান ও কামান চালিয়ে হত্যা করা হয়েছে। তা ছাড়া চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, রংপুর, সিলেট প্রভৃতি প্রধান প্রধান শহরগুলিতেও অজস্র লােককে হত্যা করা হয়েছে এবং হচ্ছে।
গত শনিবার করিমগঞ্জ শহরের অপরতীরে অবস্থিত জকিগঞ্জে বিনা প্ররােচনাতেই একমাত্র ত্রাসের সৃষ্টি করার জন্য পাক সৈন্য বাহিনী নিরীহ জনসাধারণের উপর গুলি চালায়। ফলে ১২ বৎসরের একটা কিশাের ও একজন বৃদ্ধের মৃত্যু ঘটে। ঐ দিনই জকিগঞ্জের সন্নিকটবর্তী আটগ্রাম ও কালিগঞ্জে আরাে ১১ জনকে হত্যা করা হয়। আরাে ১০ জন লােক গুরুতর আহত হয়। এ ছাড়াও প্রধান প্রধান শহরগুলিতে কারফিউ বলবৎ রাখা হয়েছে। জনসাধারণ যখন বাইরে বেরুতে পাচ্ছে না তখন পাক সৈন্য বাহিনী বহু পল্লী ও জনপদে অগ্নিসংযােগ করে হাজার হাজার লােককে নিরাশয় ও নিঃসম্বল করে তুলছে। একটী সংবাদে প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযােগ করে সম্পূর্ণ ভস্মীভূত করে দেয়া হয়েছে। বহু বড় বড় পাকবাহিনী কামান দিয়ে উড়িয়ে দিচ্ছে বলেও সংবাদ পাওয়া যাচ্ছে। করিমগঞ্জের সীমান্তবর্তী সুতারকান্দীর সন্নিকটে পাকিস্তানে একটি গ্রামকে গত ২৮শে মার্চ তারিখ সম্পূর্ণ ভস্মীভূত হতে দেখা যায়।
সৈন্য বাহিনীর গতি নিয়ন্ত্রণের জন্য স্বাধীন বাংলায় জনসাধারণ রাস্তাঘাট, পুল, রেললাইন প্রভৃতি ধ্বংস করে দিচ্ছে বলেও প্রকাশ। আগরতলার নিকটবর্তী আখাউড়া রেল জংশনের ৫ কিলােমিটার পরিমাণ রেল
লাইন গ্রামবাসীরা তােলে দিয়েছে বলেও সংবাদ পাওয়া যাচ্ছে। তাছাড়া এই রেল লাইনে কয়েকটী পুলও ধ্বংস করা হয়েছে বলে সংবাদ পাওয়া যাচ্ছে।
সমগ্র পূর্ব বাংলায় ইস্ট পাকিস্তান রাইফেল বাহিনী ও পুলিশ আওয়ামী লীগের পক্ষ হয়ে পাকসৈন্য বাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ে ব্যাপৃত আছেন। গত ২৮ শে মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ঘােষণা করা হয় যে চট্টগ্রাম, কুমিল্লা ও খুলনা স্বাধীন বাংলার সম্পূর্ণ দখলে আছে।
পূর্ব বাংলার জনগণের উদ্দেশ্যে এই বেতার কেন্দ্র থেকে আরাে ঘােষণা করে বলা হয়, স্বাধীন বাংলার গাড়ি ছাড়া অন্য কোন গাড়ীতে কেহ যেন পেট্রোল বিক্রি না করে, রাত্রে যেন কেহ কোন আলাে না জ্বালেন যাতে আকাশ থেকে দেখা যায়। একটী বেতার সংবাদে প্রকাশ হাজার পাকসৈন্যকে জঙ্গী সরকার আকাশপথে চট্টগ্রামে পাঠাচ্ছে।
সূত্র: দৃষ্টিপাত, ৩১ মার্চ ১৯৭১